খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী ও স্বতন্ত্র প্রার্থী জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি এসএম মোর্ত্তজা রশিদী দারার বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগ উঠেছে।
এর মধ্যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২৮ ফেব্রুয়ারি খুলনা-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান তানিয়া সুলতানা লিপির অস্থায়ী কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে সালাম মূর্শিদীকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
জানা যায়, তার বিরুদ্ধে নির্বাচনে সাদা কালো পোস্টারের পরিবর্তে অতিরিক্ত মাপের রঙিন পোস্টার ও ব্যানার টানানো ও গত ২৬ ডিসেম্বর বাস-ট্রাক ও মোটরসাইকেলে শোডাউন করে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ আনা হয়েছে। এগুলো প্রার্থীর আচরণ বিধি ২০০৮ এর ৮(ক) বিধির লঙ্ঘন।
অপরদিকে মোর্ত্তজা রশিদী দারার বিরুদ্ধে হুমকি প্রদানের ঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবিতে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী সাহগীর হোসেন। তিনি বলেন, ২৬ ডিসেম্বর মোর্ত্তজা রশিদী দারা গণসংযোগকালে আমার নামে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। নৌকার পক্ষে কাজ না করার হুমকি দেয়। এগুলো নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।
বিডিপ্রতিদিন/কবিরুল