ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে কুমিল্লায় লিফলেট বিতরণ করেছে বিএনপি।
বৃহস্পতিবার কুমিল্লা নগরীর ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে এ লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা। এসময় বিএনপি নেতাকর্মীরা নির্বাচন বর্জনের জন্য জনগণকে আহ্বান জানান।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসীম উদ্দীন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন মজুমদারসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই