পুনরায় নির্বাচিত হতে পারলে বরিশাল সদর উপজেলাকে শহরে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন বরিশাল সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক। পাশাপাশি সদর উপজেলায় বিশেষ শিল্পাঞ্চল এবং বরিশাল নগরীকে নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরীর আমতলা মোড়ে নৌকার পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহিদ ফারুক।
পরে তিনি বান্দ রোড হয়ে স্টেডিয়াম পর্যন্ত গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন। এ সময় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান জানান জাহিদ ফারুক।
গণসংযোগকালে ১৪ দলের শরীক ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল হক নিলু এবং মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল হক নিজাম এবং যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন