ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নীলকমল ৮নং ওয়ার্ডে অবস্থিত যমুনা ব্রিকস থেকে ১০০ মণ কেওড়া কাঠ জব্দ করা হয়েছে। এ সময় বনের কাঠ পোড়ানোর অপরাধে ইটভাটার শ্রমিক মো. রিয়াজকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার উপকূলীয় চরফ্যাশন বন বিভাগ রেঞ্জের উদ্যোগে চরফ্যাশন উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দুলারহাট থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস সহযোগিতা করে।
উপকূলীয় বন বিভাগ চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা মো. ছালাম হোসেন বলেন, পার্শ্ববর্তী লালমোহনের চর কচুয়া থেকে কেওড়া কাঠ এনে যমুনা ব্রিকসে পোড়ানোর জন্য স্তুপ করে রাখা হয়েছিল। এমন সংবাদে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেক মুহিদ যমুনা ব্রিকসে অভিযান পরিচালনা করেন। এ সময় কেওড়া কাঠ পোড়ানোর অপরাধে ১ লাখ টাকা জরিমানা করে। এ সময় ১০০ মণ কেওড়া কাঠ জব্দ করে বন বিভাগের বাংলা বাজার বিট অফিসে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত