কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গেলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে বাংলাদেশ প্রতিদিনের কুতুবদিয়া প্রতিনিধি মিজানুর রহমানের ওপর হামলা চালানো হয়েছে।
জানা গেছে, কৈয়ারবিল মলমচর এলাকায় একটি অসহায় পরিবারের সদস্যদের লাশের মাংস খুঁজে না পাওয়ার হুমকির একটি ভিডিও মিজানুর রহমানের হাতে আসে। এর পরিপ্রেক্ষিতে সংবাদ প্রকাশের জন্য ভিডিওটি যাচাইবাছাই করতে জড়িতদের সঙ্গে বৃহস্পতিবার যোগাযোগ করলে হুমকি দেন আওরঙ্গজেব। পেশাগত দায়িত্ব পালনের সময় মিজানের ক্যামেরা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি হামলা করা হয়। হামলাকারীদের মধ্যে ছিলেন কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবরপাড়ার মৃত আবুল কাশেম মাতবরের তিন ছেলে আওরঙ্গজেব মাতবর, আজমগীর মাতবর ও মোজাহিদুল ইসলাম সেলিম এবং তাদের ছেলে আরিফ বিন রিনাস, সানজো রাকিব, মো. মোজাহিদ, মো. নিহাল উদ্দিন। মিজানুর রহমান বলেন, আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়। সাংবাদিক আব্বাস সিদ্দিকী বলেন, ‘আহত মিজানকে আমরা কয়েকজন মিলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই।’ কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ গোলাম কবির বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        