ভালুকায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে স্বামী। মঙ্গলবার দুপুরে উপজেলা কাচিনা ইউনিয়নের একটি ধান ক্ষেত থেকে হাজেরা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।
লাশ উদ্ধাররের পর ঘাতক স্বামীকে গ্রেফতার করে স্বীকারক্তিমূলক জবানবন্ধি গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভালুকা মডেল থানার একটি চৌকশ আভিযানিক টিম ঢাকা, ফরিদপুর, গাজীপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ৮ মার্চ বিকালে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে হত্যার মামলার মূল আসামি হাজেরার ঘাতক স্বামী মোঃ সোহেল রানাকে গ্রেফতার করে। আসামির দেখানো মতে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ। এই ঘটনায় ঘাতক স্বামী মোঃ সোহেল রানা (৩৮) নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বিডি প্রতিদিন/এএ