নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, এমন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেব, যা ভোলাবাসী কখনো ভুলতে পারবে না। আজীবন মনে রাখবে। এমন একটা নির্বাচন করবো, ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। অনুসরণীয় হয়ে থাকবে।
শুক্রবার বিকালে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সাংবাদিকদের উদ্দেশে ইসি আহসান হাবিব বলেন, আপনারা যেখানে খুশি সেখানে যেতে পারেন। তবে একটা কক্ষে একসাথে দু’জনের বেশি যাবেন না। ভোট দেওয়ার গোপন বুথ ছাড়া সব জায়গায় আপনারা যেতে পারবেন। গোপন কক্ষের ছবি কিংবা ভিডিও করবেন না। কেন্দ্রের ভেতর ছবি তুলতে, ভিডিও করতে পারবেন না। ভোট গ্রহণ চলাকালে কক্ষের মধ্যে কোনো লাইভ দেওয়া কিংবা সাক্ষাৎকার নেওয়া যাবে না। তবে কেন্দ্রে সামনে অথবা মাঠে দাঁড়িয়ে লাইভ দেওয়া যাবে। ভোট গণনার সময় আপনারা ভিডিও করবেন। আপনারা ভাগ হয়ে বিভিন্ন কেন্দ্রে যাবেন। কেউ সহিংসতা করার সুযোগ পাবে না।
তিনি বলেন, স্বচ্ছ, সুন্দর, আবাদ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার জন্য এবার অনেকগুলো আইন করা হয়েছে। তার মধ্যে রয়েছে সাংবাদিকদের কাজে বাধা দেওয়া, সাংবাদিকদের গায়ে হাত দেওয়া, সাংবাদিকদের ক্যামেরায় হাত দেওয়া, ক্যামেরা ছিনিয়ে নেওয়া কিংবা ভাঙচুরের চেষ্টা করলে দুই বছর থেকে সাত বছরের জেল দেওয়া হবে। এসব করা হয়েছে শুধু সুষ্ঠু নির্বাচনের জন্য।
এসময় নির্বাচন কমিশনার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সকলের সহযোগিতা কামনা করেন। এসময় ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে ভোলা জেলার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ধাপের উপজেলাসমূহের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনার।
বিডি প্রতিদিন/এমআই