চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে ডুবে রাইহান আলী শুভ (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত রাইহান আলী শুভ হচ্ছে শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর মহল্লার জিকেন আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর দেড়টার দিকে মহানন্দা সেতুর রাবারড্যাম এলাকায়।
সদর মডেল থানার ওসি মিন্টু রহমান মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, রাইহান আলী শুভ ৫-৭জন বন্ধুর সাথে দুপুরে মহানন্দা নদীর রাবারড্যাম এলাকায় গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানায় নদীর কিনারায় সাঁতার শিখছিল। কিন্তু হঠাৎ করে সে নদীর গর্তে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলঅ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, শুক্রবারও সে বন্ধুদের সাথে একই স্থানে গোসল করতে গিয়েছিল।
বিডি প্রতিদিন/এএম