বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে আজ বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলেচনা সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শু্ভ্রা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন তাসনিয়া হাসান অর্পিতা। আলোচনায় অংশ নেন সিভিল সার্জন ডা. প্রদীপ মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার আ. হালিম, স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. হাসানুর রহমান, উন্নয়ন কর্মী জাকির হোসেন মিরাজ, সাংবাদিক চিত্ত রঞ্জন শীল, মনির কামাল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন তামাক বিরোধী বিভিন্ন আইন আছে, কিন্তু প্রশাসন অজ্ঞাত কারণে আইন প্রযোগ করে না।
বিডি প্রতিদিন/হিমেল