বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টানা ৩৬ ঘণ্টা ঝড়ের তান্ডবে বিধ্বস্ত হয়েছে জেলার ৪৫ হাজার ঘরবাড়ি। উপড়ে পড়েছে হাজার-হাজার গাছপালা। জলোচ্ছ্বাসে ১২ কিলেপামিটার বেড়িবাঁধ ভেঙ্গে জেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়।
পানিবন্দি হয়ে পড়েছে জেলার ৫০ হাজারের অধিক পরিবার। জলোচ্ছ্বাসে ভেসে গেছে মোংলা, রামপাল, শরণখোলা, মোরেলগঞ্জ ও বাগেরহাট সদর উপজেলায় ৪২ হাজার চিংড়ি ঘের ও পুকুর। এতে ১০০ কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। ১০ হাজার ৫৮১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।
বিডি প্রতিদিন/এএম