বগুড়া জেলার ১২টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা স্ব-স্ব উপজেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব পেয়েছেন। রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব হিবেসে স্ব-স্ব উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপজেলা পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন।
বগুড়ার ১২টি উপজেলা হলো- আদমদীঘি, কাহালু, নন্দীগ্রাম, সারিয়াকান্দি, সোনাতলা, শাজাহানপুর, দুপচাঁচিয়া, গাবতলী, ধুনট, শেরপুর, শিবগঞ্জ ও বগুড়া সদর।
বিডি প্রতিদিন/এএম