বরিশাল নগরের বিভিন্ন বাজারে চাঁদাবাজ প্রতিরোধে সচেতন করতে সাইনবোর্ড টানিয়েছে মহানগর বিএনপি। বিকেলে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার সাইনবোর্ড টানান।
জিয়াউদ্দিন সিকদার বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাসহ বিভিন্ন সাংবাদিকরা ফোন করে জানতে চায় বরিশাল নগরের বিভিন্ন বাজার থেকে বিএনপির নেতাকর্মীদের চাঁদা নেয়ার অভিযোগ করে। কিন্তু কাজে বিএনপি কিংবা অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মীরা জড়িত নয়। কিছু সুযোগ সন্ধানীরা এসব কাজ করে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর উপর দায় চাপিয়ে দেয়। এসব চাঁদাবাজি বন্ধে বিকেলে নগরের নথুল্লাবাদ এলাকার দুইটি বাজারে সচেতনমুলক সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য বাজারে টানিয়ে দেয়া হবে।
সাইনবোর্ডে লেখা হয়েছে বিএনপি বা সংশ্লিষ্ট যে কোন সংগঠনের নামে চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অর্পন করুন। জিয়াউদ্দিন সিকদার তার নিজের মোবাইল ফোন নম্বর দিয়ে লিখেছেন অবহিত করলে চাঁদাবাজকে দল থেকে বহিস্কার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম