কুমিল্লার লাকসাম উপজেলার সাতঘর ইছাপুরা বাজারের ড্রেন ভরাট করে সড়ক নির্মাণ করা হচ্ছে। এতে জলাবদ্ধতার আশংকায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
ব্যবসায়ীদের সূত্র জানায়, সাতঘর ইছাপুরা বাজার প্রায় অর্ধশত বছরের প্রাচীন। এই বাজারের মাঝ দিয়ে পাকা সড়ক রয়েছে। ২০০৬ সালের দিকে সড়কের সাথে ড্রেন নির্মাণ করা হয়। সম্প্রতি সড়কটি সংস্কার ও সম্প্রসারণ করা হয়। এতে ড্রেনের একাংশ ভরাট করে ফেলা হয়েছে। বাকি ড্রেন ভরাট করলে বাজারে জলাবদ্ধতা সৃষ্টি হবে। ড্রেনটি খোলা রাখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
এবিষয়ে বাজার সংলগ্ন ইছাপুরা সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, আমাদেরসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে। ড্রেন ভরাট হলে স্কুলের শিক্ষার্থী ও বাজারের ক্রেতা বিক্রেতারা দুর্ভোগে পড়বেন।
লাকসাম উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত বলেন, ড্রেন ভরাট করে সড়ক নির্মাণের কোনো যুক্তি নেই। এবিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
বিডি প্রতিদিন/হিমেল