মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী। সোমবার সন্ধ্যায় এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে।
এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় কুলাউড়াসহ দেশের ৩২৩ পৌরসভার মেয়রকে অপসারণ করে।
জানা গেছে, নিয়োগকৃত প্রশাসক স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৪২(ক) এর উপধারা ৩ মোতাবেক পৌরসভার মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
বিডি প্রতিদিন/এএ