ইস্ট-ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে মানববন্ধন করেছে বান্দরবান প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকরা।
সকালে বান্দরবান প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধনের মাধ্যমে এ হামলার প্রতিবাদ ও নিন্দা জানান সাংবাদিকরা।
মানববন্ধনে সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্চু, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনু, এটিএন বাংলার মিনারুল হক, সমকালের উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, বাংলাভিশনের আল ফয়সল বিকাশ, বাংলানিউজ টুয়েন্টিফোরের কৌশিক দাশগুপ্ত, নিউজ টুয়েন্টিফোরের রতন দে শাওন এবং বাংলাদেশ প্রতিদিন বান্দরবান প্রতিনিধি অনিক ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন। তারা হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই