দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলা ও ভাঙচুরের ঘটনায় রংপুরের সাংবাদিকের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনেরংপুরে কর্মরত সাংবাদিক বৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সাংবাদিকরা ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, সংবাদপত্র এবং সাংবাদিকদের কণ্ঠ রোধ করার জন্য একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করছে। সাংবাদিকদের ঐক্যব্ধভাবে তা প্রতিরোধ করতে হবে। সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রংপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর. রংপুর রিপোর্টার ক্লাব, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিশেন রংপুর, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুর সাংবাদিক ইউনিয়ন. মাহিগঞ্জ প্রেস ক্লাব, টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন, সম্মিলিত সাংবাদিক সমাজ সংগঠন, সমাজকর্মীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন প্রতিবাদ সমাবেশে ঢাকা পোস্টের রংপুরের স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংবাদিক সমাজ সংগঠনের আহবায়ক প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু। বক্তব্য রাখেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি মনাব্বর হোসেন মনা, সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদিন, সম্মিলিত সাংবাদিক সমাজ সংগঠনের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, বাংলাদেশ প্রতিদিনের রংপুরের স্টাফ রিপোর্টার নজরুল মৃধা, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, নিউজ ২৪ এর রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, কালের কণ্ঠের রংপুর ব্যুরো প্রধান নজরুল ইষলাম রাজু, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি রনজিৎ দাস, রংপুর রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক আহসান হাবিব মিলন, সিটি প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রেজাউল করিম জীবন, রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গুলজার রহমান আদর, টিসিএর সভাপতি এহসানুল হক মিলন, সমাজকর্মী তানবীর হোসেন আশরাফী। ইউএনবির রংপুর প্রতিনিধি বীরমুক্তি যোদ্ধা সদরুল আলম দুলু, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, আনন্দ টিভির রংপুর প্রতিনিধি মাহাফুজ আনাম প্রিন্স, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোশিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, দৈনিক যুগের আলোর স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম দুখু, ইত্তেফাকের ফটো সাংবাদিক রাশেদ হোসেন রাব্বি, রংপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য রেখা মনি, যুগের আলোর ফটো সাংবাদিক ইমরোজ হোসেন ইমু, দৈনিক বাহান্নর আলোর স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম, প্রথম খবরের স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন, এসটিভির রংপুর প্রতিনিধি আশরাফ হোসেন কিরণ, নিউজ-২৪ এর গঙ্গাচড়া প্রতিনিধি সুজন, রংপুর ফটো সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি গোলজার রহমান আদর প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ