ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর ও সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা।
আরও বক্তব্য রাখেন এমএম আলাউদ্দিন, নাজমুল হক স্বপন, শাহ আলম সনি, রফিকুল ইসলাম, এমএ মামুন, জামান আখতার, জান্নাতুল আওয়লিয়া নিশি, হুসাইন মালিক ও মেহেরাব্বিন সানভী।
বিডি প্রতিদিন/এমআই