ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন প্রধান শিক্ষক।
মঙ্গলবার দুপুরে স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগের জন্য বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়। এসময় পুলিশ সুপারের কাছে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেন। পরে পুলিশ সুপার তাদের অধ্যক্ষের পদত্যাগের বিষয়টি অবগত করেন। এসময় শিক্ষার্থীরা পুলিশ সুপারের কার্যালয় পদত্যাগ করে চলে যান।
বিডি প্রতিদিন/এমআই