ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে নোয়াখালীতে প্রতিবাদ সভা ও হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ সভার আয়োজন করে।
পরে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দারসহ বিএনপি নেতারা এ হামলার প্রতিবাদ ও শাস্তির দাবি করেছেন। নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার সিকদারের সভাপতিত্বে ও নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নিউজটোয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগের পরিচালনা স্থানীয় একটি রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহ ইমরান সুজন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামসুল হাসান মিলন, বাংলানিউজের ফয়জুল ইসলাম জাহান, সাংবাদিক গাজী রুবেল ইকবাল হোসেন মজনু, মুজাহিদুল ইসলাম সোহেল, শাহজাহান কচি ও মাহবুবুর রহমান, সালাউদ্দিনসহ অনেকেই অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এমআই