ইস্ট ওয়েস্ট মিডিয়া মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঝালকাঠির সংবাদকর্মীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানবন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন। চলমাত্র পরিস্থিতিতে সাংরাদেশে গণমাধ্যম এবং সাংবাদিকদের ওপর হামলা মামলা ও লুটপাটের প্রতিবাদ জানান তারা।
বাংলাদেশ প্রতিদিন, নিউজ টোয়েন্টিফোর ও ডেইলি সান পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার সাংবাদিক দুলাল সাহা, সময় টেলিভিশনের প্রতিনিধি পলাশ রায়, আইনজীবী ও সাংবাদিক নাসির উদ্দিন কবির, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, ঝলকাঠি প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমান পারভেজ, জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি শাখার সভাপতি এমদাদুল হক স্বপন, ইনডেপিনডেন্ট টিভির প্রতিনিধি রহিম রেজা। মানববন্ধনে সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সাংবাদিকরা বলেন, দেশের সব চেয়ে বড় মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া মিডিয়া কমপ্লেক্সে আতর্কিত হামলা ভাঙচুর হওয়ায় আতংকিত সাংবাদিক সমাজ। দুবৃর্ত্তরা হামলা চালিয়ে অফিস ভাঙচুর করে। এতে কয়েকজন সংবাদকর্মী ও আহত হয়েছে। এই দুর্বত্তরা স্বাধীন সাংবাদিকতার শত্রু। কখনই সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারেনি। যারাই ক্ষমতায় থেকেছে তারাই সাংবাদিকদের কণ্ঠরোধ করেছে। সমাজের অসংগতি দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ করা হলেই সাংবাদিকদের ওপর হামলা করা হয় এবং মামলা দিয়ে হয়রানি করা হয়। গত ৫ তারিখের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমে হামলা ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়নের দাবি করেন তারা।
বিডি প্রতিদিন/এএ