কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলার ৯ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়াও জেলা শহরের মডেল মসজিদে এ উপলক্ষে সোমবার বাদ জোহর মিলাদ মাহফিল, দোয়া ও কিরাত হামদ নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রামে দিবসটি উপলক্ষে সকালে জেলার সরকারি বালক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম পুরাতন গার্লস হাইস্কুলসহ বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ, হামদ-নাত, কিরাত গজলসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানসহ শিক্ষকরা ও শিক্ষার্থীরা অংশ নেন।অপরদিকে, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহালে সুন্নত ওয়াল জামায়াত কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে শহরের ঘোষপাড়া চত্বরে একটি মানববন্ধন পালন করে সংগঠনটি।
এসময় বক্তব্য রাখেন আহালে সুন্নত ওয়াল জামায়াতের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কামরুল হুদা, সিনিয়র সহসভাপতি ডা. বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আহসান শামীম যুনুরাইনসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এমআই