সিরাজগঞ্জের সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নে ৩ হাজার বিঘা আবাদি জমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা হয়ে রয়েছে। এতে কৃষকরা চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। এ অবস্থায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন জালশুকা, উনুখা, পাঠানপাড়াসহ নয়টি গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী।
শনিবার বেলা ১১টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা-উনুখাঁ আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাজামাল লাভু, ইউপি সদস্য আকবার আলী ও রজব আলী, জরদিস প্রামানিক, আব্দুল গফুর, আরমান হোসেন, আবেন আলীসহ কৃষক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাাধিক মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তিন ফসলি জমি পানিতে ডুবে থাকে। এতে কৃষকরা প্রতি বছর বড় ধরনের লোকসানের মুখে পড়ছেন। তারা দ্রত উন্নতমানের ড্রেনেজ ব্যবস্থা বা খাল খনন করে এবং স্থানীয় বাঁধ অপসারণসহ স্থায়ী সমাধানের দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/এমআই