পঞ্চগড়ে পাঁচ দিনব্যাপী ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পঞ্চগড় চেম্বার অফ কমার্স ভবনের মিলনায়তনে কর্মশালার সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সাার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালা শেষ হয়।
গত ২৩ জুলাই এই কর্মশালা শুরু হয়। কর্মশালায় জেলার ৩৩ জন ক্ষুদ্র ব্যবসায়ী প্রশিক্ষণ গ্রহণ করেন। পঞ্চগড় চেম্বারস অফ কমার্সের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালা আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন।
প্রশিক্ষণ প্রদান করেন মাহফুজুল হক মুকুল ও শারমিন আক্তার। কর্মশালার সমন্বয়ক ও চেম্বার অফ কমার্সের পরিচালক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেম্বার অফ কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আবু হিরণ, সহ-সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বার অফ কমার্সের সহসভাপতি আব্দুস সামাদ পুলক। এসময় পঞ্চগড় চেম্বার অফ কমার্সের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই