শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

রূপের বাংলাদেশ

ছাদির হুসাইন

রূপের বাংলাদেশ

ভোরের পাখি ডাকছে ওরে

গাইছে মধুর গান,

মাঠ রাঙিয়ে খেলছে দেখো

পাকা আমন ধান।

 

শিশির হাসে সবুজ ঘাসে

শাপলা হাসে জলে,

মধুমাখা মিষ্টি হাওয়ায়

আনন্দে মন চলে।

 

রাঙা সূর্যের আগমনে

শিশু-কিশোর হাসে,

নদী-নালা খালে-বিলে

বৈঠা ঝিলিক ভাসে।

 

অপুর্ব এই রূপের হাটে

রূপের নাই যে শেষ,

ধনে-গুণে ভরা আমার

রূপের বাংলাদেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর