শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিড়াল বলে মেউ

ফারুক হাসান

সাত সকালে একটি বিড়াল

খাওয়ার করে ফন্দী,

তাই তো সোমা বুদ্ধি করে

করেছে তাকে বন্দী।

অমনি বিড়াল মনের দুখে

ডাকতে থাকে মেউ

তার তো পেটে ক্ষিধার জ্বালা

কেউ বুঝে না কেউ।

টাটকা না হোক এঁটো খাবার

হলেই জীবন চলে,

তবুও কোনো মানুষগুলো

নেয় না তাদের দলে।

আমার গলায় জুটবে খাবার

আমার গলায় হার,

বিড়াল বলে তার কী নেই

বাঁচার অধিকার!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর