ভুবনডাঙ্গার মাঠ পেরিয়ে
ঘাট পেরিয়ে এসে,
সহজপাঠের আলোর খবর
অমনি এসে মেশে।
রাঙ্গামাটির পথের ধারে
গাঁও সবুজের গান,
রবির গলায় মোহন মায়ায়
পরান খোলা টান।
সরল মনের সহজ কথা
হয় না বলা হয় না,
রবির হাতে ছবির তুলি
আঁকার বাকি রয় না।
ছন্দ গানে ঢেউয়ের সুরে
নদী পাগলপারা,
রবির হাতে বিশ্বকবির
আনন্দ স্রোতধারা।