বর্ষাদিনে ব্যাঙের বিয়ে
উঠছে কলরোল,
টেংরা-পুঁটি মাগুর-গড়াই
বাজায় ঢাক ও ঢোল।
পুকুরধারে বিয়ের আসর
ব্যাঙছানাদের নাচ,
কেউবা ডাকে ঘ্যাঙর-ঘ্যাঙর
খুশিতে যে আজ।
ব্যাঙের স্বজন ফুর্তি করে
চলে ভূরিভোজ,
এমন মজার হয় না বিয়ে
বর্ষাদিনে রোজ।
বিষ্টি এল মুষলধারে
জলেতে থইথই,
ভেঙে গেল বিয়ের আসর
আনন্দ, হইচই।