ঝকঝকে ঝক রোদের কোলে
নীল আকাশের খেলা
ওই যে দ্যাখো তুলোর মতো
শাদা মেঘের ভেলা।
মেঘের পরি নামছে দ্যাখো
কাশফুলের ওই বনে
তারপরেও কি গোমড়া মুখে
থাকবে ঘরের কোনে?
শাপলা হাসে শালুক হাসে
হাসে পদ্মফুলও
হাসবে এবার খোকাখুকু
করবে না আর ভুলও।
ঝকঝকে ঝক রোদের কোলে
নীল আকাশের খেলা
ওই যে দ্যাখো তুলোর মতো
শাদা মেঘের ভেলা।
মেঘের পরি নামছে দ্যাখো
কাশফুলের ওই বনে
তারপরেও কি গোমড়া মুখে
থাকবে ঘরের কোনে?
শাপলা হাসে শালুক হাসে
হাসে পদ্মফুলও
হাসবে এবার খোকাখুকু
করবে না আর ভুলও।