শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সুয্যি মামা

এম আর মাহফুজ

শীত সকালে সুয্যি মামার

     ঘুম ভাঙে না কেনো?

কবে সে যে, উঠবে জেগে

     কেউ জানে না যেনো।

 

ঠান্ডাতে গা জমিয়ে গেছে

     বরফ কণার মতো,

একটুখানি উষ্ণতা চাই

     শিশির পড়ুক যতো।

 

অদ্য পেলাম তোমার দেখা

     পদ্য লেখার ক্ষণে।

দারুণভাবে তপ্ত হলাম

     থাকবে আমার মনে।

 

দিন ফুরালে সুয্যি মামা

     ঘুমিয়ে পড়ো গিয়ে।

সপ্তা বাদে জাগবে আবার

     তপ্ত আলো নিয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর