হিপ হিপ হিপ রে! হিপ হিপ হিপ রে!
উল্লাসে হাসিতেছ কতগুলো পিঁপড়ে।
পিঁপড়েরা নাচে কেউ, কেউ গায় গানা
আচানক খেয়াল করি, কারণ গেল জানা।
উড়তে গিয়ে উল্টে গেছে এক তেলাপোকা
পিঁপড়ে দলের সামনে পড়ে এক্কেবারেই বোকা!
সুযোগ বুঝে তাইতো তাকে ধরিয়াছে ঘিরিয়া
চ্যাংদোলা করে আজ নিয়ে যাচ্ছে সিরিয়া।