মামদো ভূতের আজকে বিয়ে
বাঁশঝাড়ে উৎসব
পেত্নীরা সব খুশিতে তাই
করছে কলরব।
তারই সাথে ভূতেরা সব
পাঞ্জাবি শার্ট পরে
একটা ভূতও থাকবে না আর
বাঁশঝাড়েরই ঘরে।
সবাই মিলে আজকে রাতে
যাবে পাশের ঝাড়ে
পেত্নীরা সব সাজল শোন
বিউটি পার্লারে।
মামতো ভূতের বিয়ে হলো
শাঁকচুন্নির সাথে
ভূত পেত্নী খাবার খেল
মজা করে রাতে।
খাবার খেল মরা কাঁকড়া
মরা মাছের ঝোল
পেটটা যখন খারাপ হলো
পরল শোরগোল।