ন্যাংটি ইঁদুর ছুটে বেড়ায়
সারা গেরাম জুড়ে,
মটর কলাই চিড়া মুড়ি
খাচ্ছে ঘুরে ঘুরে?
বিড়াল গেছে শ্বশুর বাড়ি
কে আর করে তাড়া,
ইঁদুর ব্যাটা মুচকি হাসে
করবে খেয়ে সারা।
হঠাৎ একদিন রাতের বেলা
বিড়াল এলো বাড়ি,
ন্যাংটি ইঁদুর ভয়ে তখন
পালায় তাড়াতাড়ি।
ন্যাংটি ইঁদুর ছুটে বেড়ায়
সারা গেরাম জুড়ে,
মটর কলাই চিড়া মুড়ি
খাচ্ছে ঘুরে ঘুরে?
বিড়াল গেছে শ্বশুর বাড়ি
কে আর করে তাড়া,
ইঁদুর ব্যাটা মুচকি হাসে
করবে খেয়ে সারা।
হঠাৎ একদিন রাতের বেলা
বিড়াল এলো বাড়ি,
ন্যাংটি ইঁদুর ভয়ে তখন
পালায় তাড়াতাড়ি।
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম