খোকা যখন দৌড়ে বেড়ায়
চাঁদটা সাথে দৌড়ায়,
দিনের বেলায় তবে কী সে
নানুর সাথে ঘুমায়?
এসব প্রশ্ন খোকার মনে
করছে ভীষণ তাড়া,
চাঁদ কি তবে তারই মতো
হলো বাঁধন হারা।
দিদার কাছে বলে খোকা
বলবে কথা সত্যি,
চাঁদের অসুখ হলে তবে
কোথায় পায় সে বদ্যি?
দিদা বলে আরে পাগল
মানুষ নয় যে চাঁদটা,
তোমার মতো প্রতি মাসে
হয় না অসুখ সাতটা।