বুদ্ধি খাটিয়ে গণনা :
একবার সম্রাট আকবর তার আদালতে একটি প্রশ্ন রেখেছিলেন, যা সবাইকে অবাক করেছিল। রাজসভার সবাই যখন উত্তর বের করার চেষ্টা করছিল বীরবল তখন এগিয়ে এসে জানতে চাইল, কী ব্যাপার! উপস্থিত সবাই বীরবলকে প্রশ্নটি করে জানতে চাইল,
‘শহরে কতগুলো কাক আছে?’
বীরবল সাথে সাথেই হাস্য বদনে সম্রাট আকবরের কাছে গিয়ে ঘোষণা করলেন যে, তাঁর প্রশ্নের উত্তর হলো- একুশ হাজার পাঁচশ তেইশটি কাক গোটা শহরে উপস্থিত। যখন সম্রাট জানতে চাইলেন যে, বীরবল আপনি কীভাবে উত্তরটি দিতে পারলেন, তখন বীরবল উত্তরে বলেছিলেন , ‘মহারাজ, আপনার লোকদের কাকের সংখ্যা গণনা করতে বলুন।
যদি আরও কাক থাকে, তাহলে শহরের বাইরে থেকে কাকের আত্মীয়রা তাদের দেখা করতে এসেছে আর যদি কম থাকে, তাহলে কাকেরা শহরের বাইরে তাদের আত্মীয়স্বজনের সাথে দেখা করতে গেছে। ‘উত্তর পেয়ে খুশি হয়ে আকবর বীরবলকে পুরস্কৃত করেছিলেন।’
নীতিকথা :
‘প্রত্যেক উত্তরেরই একটি সঠিক ব্যাখ্যা থাকা প্রয়োজন’।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        