সূর্য লুকায় রাতের বেলা
দিনে লুকায় তারা,
জোনাক দিনে কোথায় লুকায়
ভেবে হলাম সারা।
পাতার বুকে লুকায় ফুল
নদীর বুকে মাছ,
আলো ছায়ার লুকোচুরি
খেলার সাথী গাছ।
মেঘের বুকে লুকায় চাঁদ
বাবার বুকের আমি,
লুকোচুরির এমনি খেলা
চলছে দিবস যামী।
সূর্য লুকায় রাতের বেলা
দিনে লুকায় তারা,
জোনাক দিনে কোথায় লুকায়
ভেবে হলাম সারা।
পাতার বুকে লুকায় ফুল
নদীর বুকে মাছ,
আলো ছায়ার লুকোচুরি
খেলার সাথী গাছ।
মেঘের বুকে লুকায় চাঁদ
বাবার বুকের আমি,
লুকোচুরির এমনি খেলা
চলছে দিবস যামী।