হরিণ ছানা ডিগবাজিতে
চলছে মায়ের পিছু,
মাঝে মধ্যে দাঁড়ায় একটু
মাথা করে উঁচু।
বনের পথে ছুটছে হরিণ
ছানা পাছে পাছে,
সরু পথের দুদিক ঘেরা
সবুজ গাছে গাছে।
এদিক সেদিক সজাগ দৃষ্টি
বাঘ শিয়ালের ভয়,
তবু ওরা বেঁচে থাকে
ভয়কে করে জয়।
হরিণ ছানা ডিগবাজিতে
চলছে মায়ের পিছু,
মাঝে মধ্যে দাঁড়ায় একটু
মাথা করে উঁচু।
বনের পথে ছুটছে হরিণ
ছানা পাছে পাছে,
সরু পথের দুদিক ঘেরা
সবুজ গাছে গাছে।
এদিক সেদিক সজাগ দৃষ্টি
বাঘ শিয়ালের ভয়,
তবু ওরা বেঁচে থাকে
ভয়কে করে জয়।