ফিনফিনে জোছনায়
ছাদে একা আড়ালে,
মাঝরাতে পরি এসেহাত দুটি বাড়ালে-
না বাড়িয়ে হাত দুটি
চলে যেও আড়ালে,
বাবা-মা পাবে না খুঁজে
জোছনায় হারালে।
সারওয়ার-উল-ইসলাম
ফিনফিনে জোছনায়
ছাদে একা আড়ালে,
মাঝরাতে পরি এসেহাত দুটি বাড়ালে-
না বাড়িয়ে হাত দুটি
চলে যেও আড়ালে,
বাবা-মা পাবে না খুঁজে
জোছনায় হারালে।