সোনার থালায় মাছি পেড়েছে
সুন্দর একটা ডিম,
এই খবর শুনে পেঁচার
মাথায় ধরেছে ঝিম।
মশাই মশাই সাহস কত্ত
ডিম পেড়েছে থালায়,
ছিঃ ছিঃ কী করে অন্ন খাবে
বলছে ডেকে খালায়।
জাতকুল সব গেল
দেখে মাছির ডিম,
ঘরের চালে দাঁত বাড়িয়ে
হাসছে গাছের শিম।
সোনার থালায় মাছি পেড়েছে
সুন্দর একটা ডিম,
এই খবর শুনে পেঁচার
মাথায় ধরেছে ঝিম।
মশাই মশাই সাহস কত্ত
ডিম পেড়েছে থালায়,
ছিঃ ছিঃ কী করে অন্ন খাবে
বলছে ডেকে খালায়।
জাতকুল সব গেল
দেখে মাছির ডিম,
ঘরের চালে দাঁত বাড়িয়ে
হাসছে গাছের শিম।