খুকুমণির শখ হয়েছে
যাবে মামার বাড়ি
মা-বাবা হয়েছে রাজি
হয়নি কোনো আড়ি।
যেতে হবে ভোর বেলাতে
মাঝে পদ্মা নদী
খুকির কাছে মজার ব্যাপার
দেরি হয়ে যায় যদি?
মামার বাড়ির আমবাগানে
চলবে নানান খেলা
সবার সাথে মিলেমিশে
কাটবে সারা বেলা।
হঠাৎ খুকি অবাক হলো
মামা হয়েছেন হাজির
বিচার এবার হতেই হবে
ডাকো উজির-নাজির।