রূপবতী লিলি বিড়াল সারা দিন যায় ছাদে,
ওলা বিড়াল দুষ্টু লুচি ঘরে বসে কাঁদে।
দুধের মতো সাদা লিলি, বুদ্ধি নাই ওর মোটে,
সকাল বেলা খাবার খেয়ে ঘরের বাইরে ছোটে।
লুচি বিড়াল বুদ্ধিমান ও বাঁকা করে লেজ,
লাফায়, নাচে, আনন্দেতে দেখায় গায়ের তেজ।
দুই বিড়ালে সারাক্ষণই দুষ্টুমিতে মাতে,
রাতের বেলা ঘুমায় দুজন কম্বলে একসাথে।
আনন্দে দিন কাটায় লুচি লিলি বিড়াল নিয়ে,
দুই বিড়ালের শুক্রবারে আমরা দেব বিয়ে।