খোকাখুকু নাচছে তা ধিন
গাইছে সুখে গান,
মিষ্টি মুখের হাসি দেখে
যায় জুড়িয়ে প্রাণ।
ময়না টিয়ে গয়না পরে
অবাক চোখে চায়,
খোকার পায়ে রঙিন জুতা
নূপুর খুকুর পায়।
ময়না বলে শুনরে টিয়ে
খুকুর নূপুর দেখ,
হিংসে করে তুই রে আবার
করিস নে প্যাঁকপ্যাঁক।
টিয়ে বলে আরে ময়না
তুইতো একটা বোকা,
খোকাখুকুর নাচন দেখে
খাসনে গিলে পোকা।