শীতের বিকেল পাঠায় চিঠি
নীলচে রঙের খামে
হিম হিম হিম ঠান্ডা হাওয়ায়
শীতের বুড়ি নামে।
সকাল হতেই ছোটে কৃষক
দূরের সবুজ মাঠে
যায় হাটুরে করতে সদাই
গাঁয়ের বাড়ির হাটে।
খেজুর রসের সাথে জমে
নানান পিঠা পুলি
তারই সাথে শীতল এমন
উঠলো সুখে দুলি।
সবজি মাছের জমবে মেলা
শীতের সকালজুড়ে
খোকাখুকি ধরলো যে গান
হিমেল হাওয়ার সুরে।