হাওয়া দূরে যায়
পাখি উড়ে যায়
মেঘেরা উড়ে উড়ে
সুরে সুরে গায়
রোদেরা বৃষ্টির
দেখা নাই পায়,
ফুল ফোটে চাঁদ ওঠে
গায়ের কোলে শিশু
ওই দোল খায়
ছড়ায় ছড়ায় ওরা ঘুম দিয়ে যায়
জ্যোৎস্নার পরি এসে
দু’গাল চুমোয়।
জগৎ সাজায়
তারারা সারা রাত
কী গান শোনায়?
এই তো পৃথিবী শান্তি ছড়ায়
কী মায়া মমতা স্বপ্নের গাঁয়?
ডাকে আহা মা’য়
মায়ের কোলে শিশু
এই তো ঘুমায়।