বৃষ্টি ঝরে মেঘের আড়ে
ডাকে গুড়গুড় দেয়া,
নাওয়ের মাঝি নাও ভাসায় না
বন্ধ থাকে খেয়া।
রাস্তা ঘাটে জল থই থই
গৃহবন্দি সবাই,
স্কুল কলেজে যায় না যাওয়া
মন বসে না পড়ায়।
মন যেন চায় ভেসে ভেলায়
যাই সুদূরে চলে,
মায়ের বারণ বাবার শাসন
সকল বাধা ফেলে।
মাছ ধরি ওই দিঘির জলে
ডুবিয়ে ডুবিয়ে মাথা,
কুড়িয়ে আনি শাপলা শালুক
সবুজ লতাপাতা।