এক রাজার এক হাতি ছিল
ডাকতো সবাই কিং
তার ছিল না মোষের মতো
দুই পাশে দুই শিং।
চাইতো খাবার শুঁড় উঁচিয়ে
বিচিত্র তার ঢং
কাজকারবার দেখে তাকে
ভাবতো লোকে সঙ।
নিজের ভাষায় রোজ ভোরে সে
গাইতো আজব ছং
ঘণ্টা দেড়েক চলতো, কারণ
ছংটা বিরাট লং।
চেঁচিয়ে ওঠে হঠাৎ সেদিন
কেউ মেরেছে ল্যাং
দেখলো হাতি, যাচ্ছে হেসে
একটা কোলাব্যাঙ।
ব্যাঙ পালালো হাতির গায়ে
লাগিয়ে হলুদ রং
রেগেমেগে হাতি তখন
এক্কেবারে টং।