কৈশোর ফিরে দেখা,
অশ্বথ গাছের ছায়ায় বসে
হাসতাম একা-একা।
সুনীল আকাশে উড়ছে পাখি
দেখে জুড়াতো অবুঝ আঁখি-
খেলার সাথী বলতো-
আহা চল্ চল্ চল্,
ঐ দেখ্, দেখ্ না ওরে-
দিঘিতে কাজল জল।
রোদের ঝিলিক পড়ছে হেথা
বাসন মাজে বধূ সেথা-
প্রাচুর্য আর উদারতায়,
মনমোহন আর গীতি কথায়।
কলসি কাঙ্খে করছে অদলবদল,
ঝিলের পাড়ে উদার চিত্তে-
বিশুদ্ধতার ঐ যে প্রতীক,
সত্যি কি না বল?
ফুটছে ব্রহ্মকমল।