এবার পুজোয় কিনবে খুকি
টুকটুকে লাল জামা
তার সাথে মিল লাল চুড়িও
কিনে দেবেন মামা।
গলার মালা হাত ঘড়ি আর
কানে পুঁতির দুল
পরবে খুকি মন খুশিতে
মুখখানা তুলতুল।
পাড়ায় পাড়ায় দেখবে ঠাকুর
সাথে যাবেন মা
শরৎ এলেই পুজোর আমেজ
সা রে গা মা পা।
এবার পুজোয় কিনবে খুকি
টুকটুকে লাল জামা
তার সাথে মিল লাল চুড়িও
কিনে দেবেন মামা।
গলার মালা হাত ঘড়ি আর
কানে পুঁতির দুল
পরবে খুকি মন খুশিতে
মুখখানা তুলতুল।
পাড়ায় পাড়ায় দেখবে ঠাকুর
সাথে যাবেন মা
শরৎ এলেই পুজোর আমেজ
সা রে গা মা পা।