ছড়াছন্দ নয়তো মন্দ
আনন্দ পাই পাঠে
তাই ‘উপমা’ মেলে ধরি
এই ছড়ারই মাঠে।
ঢেউ খেলে যায় মনের ভেতর
ভিড়তে ছড়ার ঘাটে
ছন্দতরী বেয়ে নিতেই
জোড়া লাগাই কাঠে।
বাহ্ কী দারুণ চলছে তরী
ছন্দ ছড়ার ডাঁটে
পৌঁছে যাবো পাঠক নিয়ে
নিত্য ছড়ার হাটে।
ছড়াছন্দ নয়তো মন্দ
আনন্দ পাই পাঠে
তাই ‘উপমা’ মেলে ধরি
এই ছড়ারই মাঠে।
ঢেউ খেলে যায় মনের ভেতর
ভিড়তে ছড়ার ঘাটে
ছন্দতরী বেয়ে নিতেই
জোড়া লাগাই কাঠে।
বাহ্ কী দারুণ চলছে তরী
ছন্দ ছড়ার ডাঁটে
পৌঁছে যাবো পাঠক নিয়ে
নিত্য ছড়ার হাটে।