Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২০ সেপ্টেম্বর, ২০১৯ ২০:১৯

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫০৮ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫০৮ ডেঙ্গু রোগী

রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৮ ডেঙ্গু রোগী। 

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে জানা যায়, ঢাকায় ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬৫ জন। ঢাকার বাইরে ৩৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

ধারাবাহিকভাবে ডেঙ্গু আক্রান্তের হার কমতে শুরু করছে। গত বৃহস্পতিবার হাসপাতালে সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৯১ জন রোগী ভর্তি হয়েছেন। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য