বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা
ইতিহাস

চারটি ঐতিহাসিক গ্রন্থ

সম্রাট আকবরের রাজত্বকাল সম্বন্ধে যে চারটি শ্রেষ্ঠ ঐতিহাসিক গ্রন্থ রয়েছে। এগুলো হলো- আবুল ফজলের 'আকবরনামা', 'আইন-ই-আকবরী', আবুল কাদির বাদাউনের 'মুন্তাখাব-উৎ তাওয়ারিখ' এবং নিজামউদ্দীন আহমদের 'তাবাকত-ই-আকবরী'। আকবরনামা সম্রাট আকবরের রাজত্বকালের একটি সরকারি বিবরণ। স্বাভাবিকভাবেই সম্রাটের মনতুষ্টির প্রতি দৃষ্টি রেখে এটা রচিত। এর রচনাভঙ্গি সাবলীল ও আড়ম্বরপূর্ণ। আকবরনামা একটি ঐতিহাসিক দলিল হিসেবেও গণ্য হয়। আকবর সম্বন্ধে বিস্তারিত জানার জন্য এর ঐতিহাসিক মূল্য খুব গুরুত্বপূর্ণ। আইন-ই-আকবরী ব্যবহারিক উদ্দেশ্যে লিখিত গ্রন্থ। এর প্রথম খণ্ড সরকার ও রাজপ্রাসাদের পারিবারিক বিধিবিধান নিয়ে লিখিত। দ্বিতীয় খণ্ডে সাম্রাজ্যের রাজস্বের পরিসংখ্যান দেওয়া হয়েছে। তৃতীয় খণ্ড আল-বেরুনীর প্রসিদ্ধ গ্রন্থের আলোকে হিন্দুদের ধর্ম ও দর্শন নিয়ে লিখিত। এ গ্রন্থে আবুল ফজলের রচনাবলি এবং পরিভাষার ব্যবহার এটাকে দুর্বোধ্য করেছে। তা সত্ত্বেও আইন-ই-আকবরীর মূল্য কম নয়। এতে সামাজিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্যেরও বিবরণ রয়েছে। এক কথায় আবুল ফজলের আকবরনামা ও আইন-ই আকবরী গ্রন্থদ্বয় থেকে আমরা আকবরের রাজত্বকাল সম্বন্ধে বিশদ ও গুরুত্বপূর্ণ বিবরণ পেতে পারি।

সর্বশেষ খবর